অযোধ্যা রাম জন্মভূমি-বাবরী মসজিদ জমি বিবাদের মামলার পরবর্তী শুনানি আগামী 2রা আগস্ট, জানালো সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী 2রা আগস্ট খোলা আদালতে অযোধ্যা রাম জন্মভূমি-বাবরী মসজিদ জমি বিবাদের মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের সামনে অযোধ্যা জমি বিবাদ মামলায় তিন সদস্যের মেডিয়েশন প্যানেলের রিপোর্ট জমা দেওয়ার পর এই ঘোষণা করা হয়।
ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গোগই বলেন, “আমরা এখন 2 আগস্ট শুনানির তারিখ ঠিক করেছি। আমরা মধ্যস্থতা কমিটির কাছে 31 জুলাই পর্যন্ত কার্যপ্রণালী ফলাফল জানাতে অনুরোধ করছি।”
শুনানি শেষে আগামী 2 আগস্ট আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এদিকে, মধ্যস্থতা প্রক্রিয়া 31 জুলাই পর্যন্ত চলতে থাকবে।
গত 11 জুলাই সুপ্রিম কোর্ট তিন সদস্যের মধ্যস্থতা প্যানেলকে 18 জুলাই পর্যন্ত তাদের স্ট্যাটাস প্রতিবেদন জমা দিতে বলেছিল। আদালতের তরফ থেকে এ কথা জানানো হয় যখন পিটিশন দায়ের করে অনুরোধ করা হয় যাতে মধ্যস্থতা প্রক্রিয়ার অবসান ঘটানো হয় এবং দৈনিক ভিত্তিতে অযোধ্যা মামলার শুনানির হয়। আদালত মধ্যস্থতা প্যানেলের রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করার জন্য অনুরোধ করেছে।
এই মধ্যস্থতা প্যানেলের সদস্যরা হলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএমআই কালিফুল্লা, আধ্যাত্মিক গুরু এবং আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর এবং সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পাঁচু। বছরের পর বছর ধরে চলে আসা এই ভূমি সমস্যার সমাধানের একটা সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বের করার জন্য তাদের নিয়োগ করা হয়।