সোনার মেয়ের সোনা জয়
সম্প্রতি হিমা দাস পদক জয় করে অসংখ্য ভারতবাসীর মন জয় করেছেন।
মাত্র এক মাসের থেকেও কম সময়ে পরপর পাঁচটি স্বর্ণ পদক জিতেছেন এই তরুণ দৌড়বিদ।
তাকে সম্মান জানানোর জন্য কর্ণাটকের বানেরঘাট্টা বায়োলজিক্যাল পার্কের এক ছয় মাসের রয়্যাল বেঙ্গলের শাবকের নাম রাখা হয়েছে হিমা।
হিমা পোল্যান্ডের বিভিন্ন প্রতিযোগিতায় গত এক মাসে পাঁচটি সোনার পদক জিতেছেন। তার পূর্বের 52.88 সেকেন্ডের রেকর্ড ভেঙে এখন তার নতুন রেকর্ড 52.09 সেকেন্ড।
ধিং এক্সপ্রেস’ হিমাকে এখনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে হবে, এবং ওখান থেকে 2020 সালের টোকিও অলম্পিকের টিকিট পেতে আরো পরিশ্রম করতে হবে এবং নিজেকে বিশ্বের টপ এথলিটদের মধ্যে নিজের জায়গা করে নিতে হবে।
হিমা প্রথম নন যার নামে বন্যপ্রাণীর নামকরণ করা হয়েছে, এর আগে ভারতীয় টিমের উইকেটকিপার এবং ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং ভারতীয় মহিলা টিমের অধিনায়ক মিথিলা রাজের নামে এই বানেরঘাট্টা রেসকিউ সেন্টারে দুটি শ্লথ ভাল্লুকের নামকরণ করা হয়েছিল।